বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবি ক্লাবে রিজভীর অবস্থান নিয়ে তোলপাড়

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

ঢাবি-ক্লাবে-রিজভীর-অবস্থান-নিয়ে-তোলপাড়

ঢাবি-ক্লাবে-রিজভীর-অবস্থান-নিয়ে-তোলপাড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরো কয়েকজনের অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দলের (বিএনপি-জামায়াতপন্থী) নেতা ও বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের আমন্ত্রণে সেখানে যান রুহুল কবির রিজভী।

সূত্র বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে নীলনকশা করতে এসেছিলেন রুহুল কবির রিজভী, যা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এর জেরে ক্লাবের কার্যনির্বাহী সভায় অধ্যাপক ওবায়দুল ইসলামকে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এজন্য ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়েছে।

অপর একটি সূত্র জানায়, গত ১৯ জুন রাতে রুহুল কবির রিজভী তার স্ত্রী ও কয়েকজনকে নিয়ে ঢাবি ক্লাবে যান। পদ্মাসেতুর উদ্বোধনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গভীর রাতে রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত এক গোপন বৈঠক হয়। সেই বৈঠকে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার দাবি জানান রাজনৈতিক সচেতন ব্যক্তিরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, ঘটনার একদিনের মাথায় তারেক রহমানের আস্থাভাজন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের কট্টরপন্থী অংশের আয়োজনে মধ্যরাতের এ বৈঠকের খবর ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে। রাত ১০টায় সার্ভিস বন্ধ হয়ে যাওয়া ক্লাবে রাত ১টা পর্যন্ত গোপন এ বৈঠকের ভিডিও ফুটেজ, ছবি নাশকতার পরিকল্পনার প্রমাণ দিচ্ছে।

বিএনপি নেতা রিজভী নিয়ম ভেঙে অনুমতি ছাড়া বহিরাগত লোকজন নিয়ে ক্যাম্পসে প্রবেশ করে এ ধরনের বৈঠক করায় প্রশ্ন তুলেছেন সাদা দলের শিক্ষকরাও। কলা অনুষদ, বিজ্ঞান অনুষদের সাদা দলের শিক্ষকদের কয়েকজন এরই মধ্যে অপর অংশের গোপন বৈঠকের বিষয়ে উদ্বেগ জানিয়ে পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন।