সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৭ ১৪৩১   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৮ আগস্ট

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার

ফখরুলের-বিরুদ্ধে-অভিযোগ-গঠন-শুনানি-২৮-আগস্ট

ফখরুলের-বিরুদ্ধে-অভিযোগ-গঠন-শুনানি-২৮-আগস্ট

রাজধানীর পল্টন থানায় ২০১৮ সালে বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।  মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালত এ দিন ধার্য করেন। 
 
এদিন এ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। এজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য আসামিরা উপস্থিত হন। তবে মামলার আসামিদের মধ্যে এক জন মারা গেলেও এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। যে কারণে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৬(১)১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। একইসঙ্গে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।