যে কথাগুলো ভুলেও প্রেমিকাকে বলবেন না
প্রকাশিত : ০৯:৩৮ এএম, ১৫ জুন ২০২২ বুধবার
যে-কথাগুলো-ভুলেও-প্রেমিকাকে-বলবেন-না-
কিন্তু কিছু বিষয় আছে, যা প্রেমিকার সঙ্গে ভাগ করা ঠিক নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন! কিছু বিষয় ব্যক্তিগত রাখাই উত্তম। যে কথা শুনলে প্রেমিকার রাগ হতে পারে, তা গোপন রাখাই ভালো। তাকে চটানো খুব বুদ্ধিমানের কাজ হবে না। কোন কোন কথা প্রেমিকার থেকে গোপন রাখাই শ্রেয়? চলুন জেনে নেয়া যাক-
আপনি প্রেমিকার পরিবারকে মোটেই পছন্দ করেন না
আপনি আপনার প্রেমিকাকে খুব ভালোবাসেন বলে তার মানে এই নয় যে, তার পরিবারের প্রতিও আপনার একই অনুভূতি থাকবে। আপনার তাদের পছন্দ না-ই হতে পারে। তবে সে কথা ভুলেও প্রেমিকাকে বলতে যাবেন না।
আপনি এখনো সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে নজরে রাখেন
নতুন সম্পর্কে জড়ালেও প্রাক্তনকে ভোলা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এমন সময় আসে, যখন প্রাক্তনের সঙ্গে কাটানো মধুর স্মৃতি ভেসে ওঠে। তখনই নজর চলে যায় তার সোশ্যাল মিডিয়ার পাতা। আপনার এই অনুভূতি নিজের মধ্যেই রাখুন, প্রেমিকাকে বলতে যাবেন না।
প্রেমিকার ওজন বেড়ে গিয়েছে
অনেক নারীই সামান্য ওজন বেড়ে গেলেও হতাশায় ভুগতে থাকেন। আপনার প্রেমিকা যদি কখনো আপনার কাছে জানতে চান, তাকে মোটা দেখাচ্ছে কি না, তাহলে বুঝবেন তিনি আপনার মুখ থেকে ‘না’ শুনতে চাইছেন। তাই তার পছন্দ অনুযায়ী উত্তর দেওয়াই শ্রেয়।
প্রেমিকার দেওয়া উপহার আপনার পছন্দ হয়নি
ধরুন, আপনার জন্মদিনে প্রেমিকা একটা শার্ট উপহার দিয়েছেন, যেটি আপনার মোটেও পছন্দ হয়নি। তবে সেই কথা ভুলেও তাকে বলতে যাবেন না। কেউ শখ করে আপনার জন্য কিছু কিনে এনেছেন, তাকে নিরাশ করার কি দরকার?