সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৭ ১৪৩১   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুন: বিএনপিকে মায়া

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

সুষ্ঠু-ধারার-রাজনীতিতে-ফিরে-আসুন-বিএনপিকে-মায়া

সুষ্ঠু-ধারার-রাজনীতিতে-ফিরে-আসুন-বিএনপিকে-মায়া

সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সভায় তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা চাই আপনারা সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসেন। সামনে নির্বাচন। নির্বাচনে মানুষের কাছে যান। জনগণের কাছে মাফ চেয়ে ভোটে যান। ভোটে যদি জয়লাভ করেন, আমরা আপনাদের স্যালুট দিয়ে ক্ষমতায় বসাবো। কিন্তু পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করেন, তাহলে তা মোকাবিলা করা হবে।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম প্রেসক্লাবের সামনে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত যেভাবে মিথ্যাচার করেন; এতে প্রেসক্লাবের পবিত্রতা নষ্ট করে ফেলেছেন। মুখ দিয়ে দেশ উদ্ধার করা যায়। কিন্তু আপনার মুরাদ কতটুকু, সেটাও দেখতে হবে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদত হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জাতীয় পার্টি-জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম মিলন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।