বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘরোয়া চার উপকরণেই উধাও হবে ব্রণের দাগ

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

ঘরোয়া-চার-উপকরণেই-উধাও-হবে-ব্রণের-দাগ

ঘরোয়া-চার-উপকরণেই-উধাও-হবে-ব্রণের-দাগ

ব্রণ ত্বকের খুবই বিরক্তিকর একটি সমস্যা। একবার ব্রণ হলে তা সহজে সারতে চায় না। আর ব্রণ সেরে গেলেও রয়ে যায় এর বিরক্তিকর দাগ। যা বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে। তাইতো এই দাগ দূর করার চেষ্টাও থাকে অনেক।

কেউ চন্দনবাটা লাগান, কেউ বা অন্য কোনো ওষুধ ব্যবহার করেন। কিন্তু ব্রণের দাগছোপ কিছুতেই দূর হতে চায় না। যা আরো মন খারাপ করে দেয়। দাগ দূর করে চেহারা থেকে হারিয়ে যাওয়া জেল্লা কীভাবে ফেরানো যাবে, তা নিয়েই চলতে থাকে ভাবনচিন্তা।

তবে আপনি চাইলে ঘরে বসেই করতে পারেন সমস্যার সমাধান। প্রয়োজন মাত্র চারটি উপকরণ। সেই জাদুকরী উপকরণগুলো হলো-  

* টমেটো

* বেসন

* অ্যালো ভেরা জেল

* গ্রিন টি

চলুন এবার জেনে নেয়া যাক দাগ দূর করতে এই চারটি উপকরণ কীভাবে ব্যবহার করবেন-

একটি টমেটো ছোট ছোট কুচি করে কেটে নিন। এবার সেই টমেটো কুচিগুলোর সঙ্গে এক টেবিল চামচ বেসন, এক চা চামচ অ্যালোভেরা জেল আর আধা চা চামচ গ্রিন টি মেশান। সব ক’টি উপকরণ একসঙ্গে একটি মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিন। দেখবেন থকথকে একটি পেস্ট তৈরি হবে।

মুখের যেসব জায়গায় ব্রণের দাগ রয়ে গিয়েছে, সেখানে লাগিয়ে নিন মিশ্রণটি। তারপর তা শুকাতে দিন। মুখে প্যাকটি একেবারে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দু’সপ্তাহ টানা এই প্যাকটি ব্যবহার করুন। ফল মিলবে দ্রুত।