সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৭ ১৪৩১   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে: আব্দুর রহমান

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

ষড়যন্ত্রকারীদের-দাঁতভাঙা-জবাব-দিতে-হবে-আব্দুর-রহমান

ষড়যন্ত্রকারীদের-দাঁতভাঙা-জবাব-দিতে-হবে-আব্দুর-রহমান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে।

তিনি আরো বলেন, নানা ষড়যন্ত্র পার করে আগামী ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাতেই গা জ্বালা শুরু হয়েছে বিএনপির। তারা যদি পদ্মাসেতু দিয়ে পার হতে না চায়, তাদের জন্য বিকল্প হিসেবে নৌপথে পার হতে ফেরির ব্যবস্থা করা আছে। 

শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, যে পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল স্বাধীনতাবিরোধীরা, দেশের অর্থে সেই পদ্মাসেতু আজ দৃশ্যমান। পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা তাদের সমুচিত জবাব দিয়েছেন।

এর আগে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান বক্তার বক্তব্য দেন, সদর আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।

সম্মেলনের শুরুতে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সুজানগর উপজেলা আওয়ামী লীগের তিন বছরের জন্য কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়।