বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সহজেই তৈরি করুন ‘লিচুর পায়েস’

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

সহজেই-তৈরি-করুন-লিচুর-পায়েস

সহজেই-তৈরি-করুন-লিচুর-পায়েস

ফল খাওয়ার সঠিক সময় হচ্ছে গ্রীষ্মকাল। কারণ এই সময় বাজারে নানা রকম রসালো ফলের দেখা মেলে। যা স্বাদ ও পুষ্টিতে অনন্য।

এ সময় বাজারে লিচুসহ অনেক ফল পাওয়া যায়। যা সারাবছর খুব একটা পাওয়া যায় না। পুষ্টিগুণের দিক থেকেও লিচুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি আছে। ত্বকের যত্নেও লিচু অপরিহার্য।

লিচু অনেকভাবেই খাওয়া যায়। লিচুপ্রেমী যারা আছেন তারা খেতে পারেন লিচুর শরবত, পায়েস কিংবা ভর্তা। আজ চলুন জেনে নেয়া যাক লিচুর পায়েস তৈরির সহজ রেসিপিটি-

লিচুর পায়েস।উপকরণ: দুধ ১ লিটার, গোবিন্দভোগ চাল ১ কাপ, খোয়া ক্ষীর ২ বা ৩ টেবিল চামচ, কুচি করে কাটা লিচু ৮-১০টি, চিনি স্বাদমতো। এছাড়া কাজু, বাদাম, পেস্তা, কিশমিশ কুচি আধা কাপ, এলাচ দুটি ও তেজপাতা দুটি।

প্রণালী: প্রথমে মাঝারি আঁচে একটি প্যানে দুধ ভালোভাবে ফুটিয়ে নিন। দুধ ফুটে ঘন হয়ে এলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিন। চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। চাল সিদ্ধ হয়ে এলে এলাচ গুঁড়া ও তেজপাতা দিন।

কিছুক্ষণ রান্না করার পর কুচি করে রাখা লিচু দিন। এরপর খোয়া ক্ষীর ও স্বাদমতো চিনি দিয়ে নাড়তে থাকুন। পায়েস ঘন হয়ে এলে পাত্রে ঢেলে নিন। উপরে কাজুবাদাম, কিশমিশ, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লিচুর পায়েস।