বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টি ভেজা দুপুরে পাতে পড়ুক ঝরঝরে ভুনা খিচুড়ি 

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

বৃষ্টি-ভেজা-দুপুরে-পাতে-পড়ুক-ঝরঝরে-ভুনা-খিচুড়ি 

বৃষ্টি-ভেজা-দুপুরে-পাতে-পড়ুক-ঝরঝরে-ভুনা-খিচুড়ি 

বৃষ্টির দিনটিকে আরো বেশি করে উপভোগ করতে আজ দুপুরের খাবারে পরিবারের সদস্যদের পাতে তুলে দিন সুস্বাদু ভুনা খিচুড়ি। তবে এর জন্য জানা চাই একটি পারফেক্ট রেসিপি।

কারণ সঠিক রেসিপিটি জানা থাকলে আপনি খুব সহজেই রাঁধতে পারবেন স্বাদে ভরপুর ঝরঝরে পারফেক্ট ভুনা খিচুড়ি। চলুন তবে জেনে নেয়া যাক ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার সহজ কৌশলটি-

উপকরণ: মুগ ডাল ১ কাপ, পোলাওয়ের চাল ৩ কাপ, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, সবুজ এলাচ ৬টি, লবঙ্গ ৫টি, তেজপাতা ২টি, দারুচিনি ৩ স্টিক, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরমমশলার গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ কয়েকটি। 

প্রণালী: মুগ ডাল মিডিয়াম আঁচে ভেজে নিন। ডালের রঙ বাদামি হয়ে গেলে নামিয়ে চালের সঙ্গে মিশিয়ে নিন। ডাল ও চাল একসঙ্গে ধুয়ে বড় চালনির মধ্যে নিয়ে নিন। আধা ঘণ্টা সময় দিন পানি ঝরার জন্য।

প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও গরমমশলা ভেজে নিন। পেঁয়াজে বেরেস্তার রঙ চলে আসলে আধা কাপ নরমাল পানি দিয়ে দিন। দুই মিনিট নেড়ে আদা ও রসুন বাটা দিয়ে আরো কয়েক মিনিট নাড়ুন। এবার সব গুঁড়া মশলা ও লবণ দিয়ে দিন। নাড়তে নাড়তে তেল ছেড়ে দিলে প্যান কয়েক মিনিটের জন্য ঢেকে দিন।

এরপর চাল ও ডালের মিশ্রণ দিয়ে দিন মশলায়। ভালো করে নেড়েচেড়ে ভাজুন ৮ থেকে ১০ মিনিটের জন্য। ৬ কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিন। বলক চলে আসলে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। মরিচের মাথা সামান্য ভেঙে দিলে চমৎকার সুগন্ধ ছড়িয়ে যাবে খিচুড়িতে। মিডিয়াম আঁচে ১০ মিনিটের জন্য ঢেকে দিন প্যান। এরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দমে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এবার পরিবেশন করুন ঝরঝরে ও সুস্বাদু ভুনা খিচুড়ি।