বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নেতা আমিনুলকে ঘেরাও করে প্রতিবাদ

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

বিএনপি-নেতা-আমিনুলকে-ঘেরাও-করে-প্রতিবাদ

বিএনপি-নেতা-আমিনুলকে-ঘেরাও-করে-প্রতিবাদ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে দলটির উত্তরা ও বিমানবন্দর থানার বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে আমিনুলের বেশ কয়েকবার ধাক্কাধাক্কি হয়।

সম্প্রতি উত্তরা ৭ নম্বর সেক্টরে অনুষ্ঠিত ১, ৫১ ও বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সমঝোতার কমিটি গঠনের জন্য উদ্যোক্তারা কাউন্সিলের আয়োজন করে। কিন্তু নেতাদের মধ্যে সমঝোতার পরিবর্তে উত্তাপ ছড়িয়ে পরে। বিক্ষুব্ধ নেতারা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে ঘেরাও করেন। তার গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ জানান। একটা পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা সম্মেলন স্থল ত্যাগ করলে একতরফাভাবে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা জানান, নগর পুনর্গঠনের অংশ হিসেবে উত্তরা ১২ টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছেন নগর নেতারা। নগর বিএনপি থেকে ঘোষিত প্রতিটি ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সব যুগ্ম আহ্বায়কের সমন্বয়ের মাধ্যমে ইউনিট কমিটি করার কথা থাকলেও টিম প্রধান, আহ্বায়ক ও যুগ্ম আহবায়কদের মতামতকে উপেক্ষা করে প্রত্যেক ওয়ার্ডে ব্যক্তি বিশেষের পছন্দমতো ইউনিট গঠন করা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রভাবশালী প্রার্থীরা এতদিন লিখিতভাবে মহানগর নেতাদের অবহিত করার পাশাপাশি বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

উপরন্তু বিতর্কিত ঐসব কমিটির কাউন্সিলরদের দিয়ে নামমাত্র কাউন্সিলের আয়োজন করা হয়। একটি সিন্ডিকেটকে সুবিধা দিতে দিতেই মহানগর নেতারা এ তৎপরতা শুরু করেন বলে জানান বিক্ষুব্ধরা।