বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মাহবুব উল আলম হানিফ

প্রকাশিত : ১০:০৫ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

বিএনপিকে-জাতির-কাছে-ক্ষমা-চাইতে-হবে-মাহবুব-উল-আলম-হানিফ

বিএনপিকে-জাতির-কাছে-ক্ষমা-চাইতে-হবে-মাহবুব-উল-আলম-হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকীর বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সোমবার বিকেলে কুষ্টিয়া পৌর বিজয়উল্লাস চত্বরে শহর আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে মাহবুবউল আলম হানিফ আরো বলেন, সারাদেশের মানুষ তাদের ওই বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে। জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করা না হলে রাজপথেই তার সমুচিত জবাব দেওয়া হবে।  

হানিফ বলেন, পদ্মাসেতু নিয়েও বিএনপি মিথ্যাচার করছে। যারা ‘৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে শ্লোগান দেয়, তাতে প্রমাণিত হয় ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যায় তাদের সম্পৃক্ততা রয়েছে। এই বাংলাদেশে জাতির পিতাকে হত্যাকারীদের কোন ঠাঁই নেই। 

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

পরে প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়।