বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখে দেবে: জুনাইদ আহমেদ পলক

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ৪ জুন ২০২২ শনিবার

আওয়ামী-লীগ-জনগণকে-সঙ্গে-নিয়ে-ষড়যন্ত্র-রুখে-দেবে-জুনাইদ-আহমেদ-পলক

আওয়ামী-লীগ-জনগণকে-সঙ্গে-নিয়ে-ষড়যন্ত্র-রুখে-দেবে-জুনাইদ-আহমেদ-পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে।

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে শনিবার বিকেলে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মহাকাশে এখন আমাদের নিজস্ব স্যাটেলাইট, পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, রূপপুর পারমানবিক বিদ্যুকেন্দ্র নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে শেখ হাসিনার সফল নেতৃত্ব প্রশংসিত। তিনি তার প্রজ্ঞা দিয়ে ঘনবসতিপূর্ণ আমাদের দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এ ক্ষেত্রে সারাবিশ্বে পঞ্চম সফল দেশ বাংলাদেশ। উন্নয়নের এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে মাঠে নেমেছে ৭১’র পরাজিত শক্তিরা, ৭৫’র খুনিরা, ২০০৪ সালের গ্রেনেড হামলাকারীরা।

তিনি বলেন, তারা গণতন্ত্র হত্যা করে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় এসেছিল। জিয়াউর রহমান ছাত্রদের হাতে বই-খাতার বদলে অস্ত্র, কালোটাকা আর মাদক তুলে দিয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিল। কিন্তু এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছিলো।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেন, শেখ হাসিনা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেছেন। বাংলাদেশ আর কখনোই অন্ধকার দিনে ফিরে যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মী সব সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে জনগণের ঐক্য গড়ে তুলবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার সক্ষমতা আওয়ামী লীগের আছে।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এবং অ্যাডভোকেট জিল্লুর রহমান।