সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়: জাহাঙ্গীর কবির নানক

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

বিএনপি-জামায়াত-দেশকে-অস্থিতিশীল-করতে-চায়-জাহাঙ্গীর-কবির-নানক

বিএনপি-জামায়াত-দেশকে-অস্থিতিশীল-করতে-চায়-জাহাঙ্গীর-কবির-নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র বিএনপি-জামায়াত অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা লাশের রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ বিএনপি নেতাদের অশালীন ও কুটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যুব মহিলা লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি যতই ষড়যন্ত্র করুন কোনো লাভ নেই। নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা বিএনপি-জামায়াত অপশক্তির নেই।

তিনি আরো বলেন, ২০২২ সালে দাঁড়িয়ে বিএনপি-জামায়াত ’৭৫-এর স্বপ্ন দেখে। ‘পচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’ এ স্লোগান দিয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেখায়। মনে রাখবেন, মির্জা ফখরুল এ বাংলাদেশে আর কোনোদিন ’৭৫ ঘটতে দেওয়া হবে না। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য নানক বলেন, মির্জা ফখরুল সাহেব ষড়যন্ত্রের পথে হাঁটবেন না গণতন্ত্রের পথে হাঁটবেন? গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে মানতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। নির্বাচনকে ব্যর্থ করার, প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই।  

বিএনপি উদ্দেশ্য আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনাকে ২১শে আগস্ট গ্রেনেট মেরে হত্যার চেষ্টা করেছিলেন তিনি। অথচ মমতাময়ী শেখ হাসিনা দণ্ডিত খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে বাড়িতে থাকা এবং চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। আর তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি লন্ডনের সুরম্য অট্টালিকায় বসবাস করে দেশের টাকা লুট লিপ্ত রয়েছেন। সেখান থেকে লাদেনের ভূমিকা পালন করে কোনো লাভ হবে না।

নানক বলেন, পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। শেখ হাসিনা সেই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে আগামী ২৫ তারিখ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে পরিস্কার হয়েছে যে, দেশ এগিয়ে চলছে এবং এগিয়ে যাবে। 

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ যুব মহিলা লীগের নেত্রীরা।