তাবুতে রাত কাটাতে চান? আগে শিখুন টানানোর নিয়ম
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১ জুন ২০২২ বুধবার
তাবুতে-রাত-কাটাতে-চান-আগে-শিখুন-টানানোর-নিয়ম
আজকের লেখায় থাকছে তাবু টানানোর কিছু নিয়ম।
১। প্রথমেই তাবুর সাথে দেয়া ম্যানুয়াল দেখে নিতে হবে। প্রতিটি তাবু কেনার সময়েই ম্যানুয়ালটি চেক করে নিতে হবে। এতে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বিক্রেতাকে জানতে হবে।
২। এবার যেখানে তাবু পাতবো সেখানে তাঁবুটা খুলে ফ্লোরের চারকোনার পেগ বা স্টেক মাটিতে ৪৫ ডিগ্রী কোন করে ভালোভাবে গেঁথে নিতে হবে। তাবুর শক্তি পেগের ওপরেই নির্ভর করে।
৩। তাবুর পোলগুলো ভালোভাবে দেখতে হবে। সব ঠিক থাকলে পোলগুলো সমানভাবে খুলে শক কর্ডের মাধ্যমে পুরাটা সেট করতে হবে।
৪। এবার যদি পোল ঢুকানোর সিস্টেম স্লিভ টাইপ হয় তাহলে একদিক থেকে ধীরে ধীরে ঠেলে পোলগুলো সঠিক যায়গায় নিতে হবে। যদি ক্লিপ সিস্টেম হয় তাহলে ক্লিপ কখনই আগে লাগান যাবে না। কখনই পোল টানা যাবে না, সবসময় ঠেলা দিতে হবে, টানলে শক কর্ড থেকে পোল বের হয়ে আসবে ও ছিঁড়ে যেতে পারে।
৫। এবার দুইজন মিলে পোলের দুইদিক ধরে ধীরে ধীরে চাপ দিয়ে মাঝখানটাকে উঁচু করে পোলের মাথাগুলো পোল লাগানোর গুটাতে বা ক্লিপে লাগিয়ে, একইভাবে বাকি দিকগুলো লাগিয়ে ফেলতে হবে।
৬। এবার রেইনফ্লাই লাগাতে হবে ফিতার মাধ্যমে। যদি ঝড়ো বাতাস থাকে বা আসার সম্ভাবনা থাকে তাহলে গাই রোপগুলো ঠিকভাবে টানা দিয়ে লাগাতে হবে। সবগুলো পেগ সঠিকভাবে সঠিক যায়গায় টানটান করে লাগাতে হবে।
৭। তাবু লাগানো হয়ে গেলে একটা ছোট কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভেতরের ফ্লোর থেকে বালু, ধুলা পরিষ্কার করে নিতে হবে। দিনের বেলা যদি তাঁবু পাতাই থাকে তাহলে খেয়াল রাখতে হবে তাবু যেনো কিছুটা ছায়ায় থাকে, সারাদিন রোদ ও রোদের আলট্রাভায়োলেট রশ্মি তাঁবুর কাপড় ও পোলের ক্ষতি করে। ঝড়ের সময় বড় গাছের নিচে তাঁবু পাতা যাবে না, গাছের ডাল ভেঙ্গে পড়তে পারে।
৮। তাবু পাতার আগে মাটিতে ফুটপ্রিন্ট বা একটা কাপড় বা পলিথিন পেড়ে নিলে তাঁবুর ফ্লোর কম ময়লা হবে। এতে খোলার সময়ও সহজে পরিষ্কার করা যাবে। এতে কীটপতঙ্গ থেকেও রক্ষা সহজ হবে।