সরকারকে ব্যর্থ প্রমাণে একটি মহল নীল নকশা বাস্তবায়ন করছে: যুবলীগ চেয়ারম্যান
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৩০ মে ২০২২ সোমবার
সরকারকে-ব্যর্থ-প্রমাণে-একটি-মহল-নীল-নকশা-বাস্তবায়ন-করছে-যুবলীগ-চেয়ারম্যান
যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, দেশের সুশীল সমাজেরও একটি অংশ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন- আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক মাহাবু-উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য ডা. আফছারুল আমিন, এম এ লতিফ, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ প্রমুখ।
আরো পড়ুন> সম্রাটের জামিন বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি ৬ জুন
নগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সিনিয়র নেতারা।
গত শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং রোববার চট্টগ্রাম উত্তর জেলা যুলীগের কাউন্সিল অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা করা হয়নি। আজ নগর যুলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণার সম্ভাবনা খুব কম বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে চন্দন ধরকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে নগর যুবলীগের কমিটি হয়। সেই কমিটি বিলুপ্ত করে ২০১৩ সালের ৯ জুলাই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১০১ সদস্যের কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। এর মধ্যে সম্মেলন করে নিয়মিত কমিটি করার কথা বলা হলেও গত ৯ বছরে তা হয়নি।
নগর যুবলীগের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য ১১৪ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে ৩৮ জন সভাপতি এবং ৭৬ জন সাধারণ সম্পাদক পদের জন্য।