সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র করলে বিএনপিকে দাঁত ভাঙা জবাব: কামাল

প্রকাশিত : ০১:০৫ এএম, ৩০ মে ২০২২ সোমবার

শেখ-হাসিনার-বিরুদ্ধে-অপপ্রচার-ষড়যন্ত্র-করলে-বিএনপিকে-দাঁত-ভাঙা-জবাব-কামাল

শেখ-হাসিনার-বিরুদ্ধে-অপপ্রচার-ষড়যন্ত্র-করলে-বিএনপিকে-দাঁত-ভাঙা-জবাব-কামাল

শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার , ষড়যন্ত্র করে ও কুরুচিপূর্ণ বক্তব্য দিলে  জনগণকে সঙ্গে নিয়ে তাদের (বিএনপিকে) দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

রোববার পাবনার ভেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুযালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসএম কামাল হোসেন বলেন, ১৯৭৫ এর খুনিরা আবার গর্জে উঠবে সেই স্লোগান যদি বিএনপির মধ্যে দেয়, আর সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলে তার জন্য তো ধন্যবাদ পাওয়া দেয়া উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের জায়গা বিএনপি থাকলে কী করতেন?

তিনি বলেন, বিএনপি যদি এই ধরনের বক্তব্য আবার কোনো সমাবেশে রাখে তাহলে জনগনই তাদের সমাবেশ বন্ধ করে দিবে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করে, ষড়যন্ত্র করে ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয় জনগণকে সাথে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এসএম কামাল হোসেন বলেছেন, প্রেসক্লাবে প্রতিদিন বিএনপি অনুষ্ঠান করছেন। সেখানে কোনো বাঁধা হচ্ছে না। আপনারা প্রেসক্লাবের বক্তব্যগুলো শুনন। সেখানে উসকানিমুলক বক্তব্য হয় না? ‘১৫ আগষ্ট্রের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’ এমন স্লোগান দেওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে। সরকারের সমালোচনা করতে পারে। আমরা যেমন খালেদা জিয়ার সমালোচনা করি, তিনজন দুর্নীতি পরিবারের একজন হচ্ছে খালেদা জিয়া। আমরা যেমন তারেক জিয়ার সমালোচনা করি যে, মুচলেখা দিয়ে দেশ থেকে পালিয়েছে।

তত্তাবধায়ক সরকার বিএনপি করেনি উল্লেখ করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, তত্তাবধায়ক সরকারের দাবিমুখে যখন শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিদক দলগুলো আন্দোলন করেছেন তখন বেগম খালেদা জিয়া বলেছিলো-শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ লোক না। তারপরে খালেদা জিয়া নির্বাচন করেন। সেই নির্বাচনে জনগন ভোট কেন্দ্রে যায়নি। তারপরও দেখলাম ঢাকায় দুই এমপি ১ লক্ষ করে ভোট পেয়েছিল। তখন খালেদা জিয়া শপথ নিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছিলেন। কিন্তু জনগণ বলেছিল এই নির্বাচন মানি না।

তিনি বলেন, আজকে ’৭৫ এর খুনি এবং ২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রধান আসামি তারেক জিয়ার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার করছে।