নদীপথে ভ্রমণে মানতে হবে যেসব বিষয়
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৮ মে ২০২২ শনিবার
নদীপথে-ভ্রমণে-মানতে-হবে-যেসব-বিষয়
চলুন জেনে নেই নদীপথে ভ্রমণের আগে জরুরি কিছু বিষয়।
১. সঙ্গে লাগেজ যদি বেশি থাকে, তাহলে কেবিন নেওয়া ভালো। আপনি কেবিনে থাকুন আর না থাকুন, আপনার মালামাল নিয়ে চিন্তা করতে হবে না।
২. নিজ দায়িত্বে টিকিটের ব্যবস্থা করুন। লঞ্চে বা স্টিমারে যেটাতেই চড়ুন না কেন, ফিটনেস দেখে নিন। জেনে নিন এতে লাইফ জ্যাকেটের পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না।
৩. কিছু অতিরিক্ত কাপড়চোপড় রাখবেন। যেকোনো সময়ই ঠাণ্ডা লাগতে পারে, কাজেই এই সতর্কতা অনেক সময়ই কাজে দেবে।
৪. লঞ্চের ভেঁপুর আশপাশে না যাওয়াই ভালো। আপনি পাশে থাকা অবস্থায় এটি হঠাৎ যদি বেজে ওঠে, আপনার কানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
৫. লঞ্চে উল্টোপাল্টা খাবার খাওয়া এড়িয়ে চলুন। আর অপরিচিত কারো কাছ থেকে তো ভুলেও কোনো খাবার খাওয়া চলবে না।
৬. ব্যক্তিগত উদ্যোগে বা বন্ধুবান্ধব মিলে নৌভ্রমণের ক্ষেত্রে আগেভাগেই নৌযান ঠিক করে রাখা ভালো। একটু লম্বা সময়ের জন্য ভ্রমণ হলে নৌযানটি সেভাবেই নির্বাচন করতে হবে।
৭. গন্তব্য সম্বন্ধে ভালোভাবে খোঁজ-খবর নিন। অনলাইনে চেক করে দেখতে পারেন। বাজে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার বিবরণ পেলে সেদিকে না যাওয়াই ভালো। বেড়াতে গিয়ে বিপদে পড়ার কোনো মানে হয় না!
৮. সঙ্গে কিছু দরকারি ওষুধ রাখতে পারেন। অনেকের ঢেউয়ে সমস্যা হয়। এ ছাড়াও বিশুদ্ধ খাবার পানি সঙ্গে রাখুন।
৯. যতই ভালো সাঁতারু হন না কেন, নৌকা থামিয়ে সাঁতরানোর শখটা বিসর্জন দিলেই ভালো করবেন। আর সাঁতার না জানলে তো ভুলেও এ কাজ করবেন না।
১০. যদি বন্ধুরা মিলে বেড়াতে যান, সেক্ষেত্রে আপনাদের সংখ্যা বুঝে নৌকা বা যান বাছাই করুন। কখনোই চাপাচাপি করে বা লোকে বোঝাই হয়ে কোনো নৌযানে উঠবেন না। মনে রাখবেন, ডুবলে কিন্তু রক্ষা নেই!