বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে চলে গেলেন ইশরাক

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার

বক্তব্য-দেওয়ার-সুযোগ-না-পেয়ে-চলে-গেলেন-ইশরাক

বক্তব্য-দেওয়ার-সুযোগ-না-পেয়ে-চলে-গেলেন-ইশরাক

বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে কর্মী-সমর্থকদের নিয়ে সমাবেশস্থল ছেড়ে চলে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইশরাক হোসেন।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

এদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে বেলা সাড়ে ১১টার দিকেও বক্তব্য দেওয়ার সুযোগ পাননি ইশরাক হোসেন। পরে ঘোষণা করা হয়, অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না। এর মধ্যে ইশরাক হোসেনও ছিলেন।

এমন ঘোষণার পর তিনি ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মঞ্চ ছেড়ে প্রেসক্লাবের ভেতরে চলে যান। এ সময় ইশরাক হোসেনকে অনেকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু সব বাধা উপেক্ষা করে তিনি ঐ স্থান ত্যাগ করেন।

পরে মঞ্চে এ নিয়ে আলোচনা হলে কিছুক্ষণ পর বক্তব্য দেওয়ার জন্য ইশরাকের নাম ঘোষণা করা হয়। তখন মঞ্চে না থাকায় তিনি এলে তাকে সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।। এর কিছুক্ষণ পর কর্মী-সমর্থকদের নিয়ে প্রেসক্লাব ত্যাগ করেন ইশরাক হোসেন।