সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ বিএনপির হুংকারে ভয় পায় না: আব্দুর রহমান

প্রকাশিত : ১০:০৫ পিএম, ২২ মে ২০২২ রোববার

আওয়ামী-লীগ-বিএনপির-হুংকারে-ভয়-পায়-না-আব্দুর-রহমান

আওয়ামী-লীগ-বিএনপির-হুংকারে-ভয়-পায়-না-আব্দুর-রহমান

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগ বিএনপির হুংকারে ভয় পায় না।

রোববার দুপুরে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আব্দুর রহমান বলেন, যারা জাতীয় সরকার ও তত্ত্বাবধায়কের ইস্যু নিয়ে রাজপথ গরম করার কথা বলছেন, দাবি আদায় করেই ঘরে ফিরবো বলছেন, আসলে তারা রাজপথে নেই, ঘরের মধ্যে থেকেই হুংকার দিচ্ছেন। আওয়ামী লীগ ঐ হুংকার শুনে ভয় পায় না।

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে সাংবিধানিক নিয়মেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে নেতৃত্ব দেবে নির্বাচন কমিশন। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, দুর্নীতির বরপূত্র তারেক জিয়া লন্ডনে বসে মির্জা ফকরুলকে দিয়ে দেশে মিথ্যাচার করাচ্ছেন। বিএনপি পদ্মাসেতুর বিরোধিতা করেছিল। কিন্তু সেই সেতু আজ দৃশ্যমান, যারা বিদেশে টাকা পাচারের ধুয়া তুলে পানি ঘোলা করার চেষ্টা করছেন, তারা ভুলে গেছেন, তারেক রহমান বিদেশে কত টাকা পাচার করেছেন, জিয়া পরিবার কেন দুর্নীতিবাজ পরিবার হিসেবে খেতাব পেয়েছিল?

সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য মেরিনা জাহান, তানভীর শাকিল জয় এমপি ও ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

সন্মেলনের প্রথম অধিবেশন শেষে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। 

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল।