রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২২ মে ২০২২ রোববার

রাজবাড়ীতে-ট্রেনে-কাটা-পড়ে-নিহত-১

রাজবাড়ীতে-ট্রেনে-কাটা-পড়ে-নিহত-১

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের অদূরে ড্রাইস ফ্যাক্টরি এলাকায় ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার নামে একজন নিহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে পোড়দাহ গামী শাটল ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। নিহত আনন্দ সরকার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড উত্তর ভবণীপুর গ্রামের মৃত সুবল সরকারের ছেলে। তার ১ ছেলে ১ মেয়ে। ছেলে সুমন সরকার অটো চালক।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী তাপসী সরকার জানান, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ স্ট্রােকের পর তার মাথার সমস্যা হয়েছে। সকালে বাড়ি থেকে বের হয়ে গেছেন। আমরা ভাবছি হয়তো গেরেজে গেছেন। তাকে একলা ছাড়ি না। গেরেজে না গিয়ে ট্রেনে কাটা পড়েন। পরে জানতে পারি তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। 

লাশ উদ্ধার

রাজবাড়ী জিআরপি থানার এসআই আসাদুজ্জামান বলেন, রাজবাড়ী রেলস্টেশনের অদূরে বড় লক্ষ্মীপুর ড্রাইস ফ্যাক্টরি এলাকায় সকাল ৮টার দিকে শাটল ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার নামের একজন মারা গেছেন। তিনি ৩-৪ মাস আগে স্টোক করেছিলেন। লাঠি ভর দিয়ে তিনি চরাফেরা করেন। বাড়ি থেকে বের হয়ে যান ট্রেন আসছে তিনি বুঝতে পারেন নি। রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে কাটা পড়ে মারা যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।