নেত্রী বললেন, ক্ষমতার জন্য দেশে আসিনি: তোফায়েল আহমেদ
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
নেত্রী-বললেন-ক্ষমতার-জন্য-দেশে-আসিনি-তোফায়েল-আহমেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভোলা-১ আসনের এমপি এসব কথা বলেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে স্বজন হারানোর বেদনা নিয়ে বাংলাদেশে পা রাখেন। ঐ দিনটি এখনও স্মৃতির পাতায় ভেসে ওঠে। এক পাশে আমি, অপর পাশে রাজ্জাক ভাই। নেত্রী বললেন, ক্ষমতার জন্য আসিনি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে এসেছি।
তোফায়েল বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তায়িত হচ্ছে। এটাই আমাদের বড় পাওয়া।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আশরাফ হোসেন লাভুসহ দলে নেতাকর্মীরা।