ত্বকের উজ্জ্বলতায় চমকে দিন রাতের ছোট্ট পরিশ্রমে
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৫ মে ২০২২ রোববার
ত্বকের-উজ্জ্বলতায়-চমকে-দিন-রাতের-ছোট্ট-পরিশ্রমে
রাতে ত্বককে সুন্দর রাখতে কয়েকটি চমকপ্রদ টিপস দেখে নেয়া যাক-
* রাতে ঘুমের আগে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করুন। যদি মুখে মেকআপ থাকে, তাহলে চট করে আগে ক্লিনজিং মিল্ক দেবেন না। এছাড়াও সামান্য গরম পানি দিয়ে মুখ ধুয়ে তাতে বোরোলিন হালকা করে লাগিয়েও নিতে পারেন।
* মুখে যদি মেক আপ থাকে, তাহলে প্রথমেই মুখে দিন নারকেল তেল। ভালো করে নারকেল তেল দিয়ে মেক আপ তুলে নিয়ে তারপর ক্লেনজার ব্যবহার করুন। এতে ত্বকে আসবে আলাদা সতেজতা। তবে তেল দেওয়ার পর মুখ ভালো করে ধুয়ে নিতে হবে পানি দিয়ে।
* ফেস এক্সফোলিয়েটার ব্যবহার করতে পারেন। এতে ব্ল্যাক হেডসের সমস্যা দূর হয়ে যায়।
* গোলাপ জল সবচেয়ে ভালো টোনার ত্বকের জন্য। এছাড়াও বাজারে একাধিক টোনার পাওয়া যায়। ফলে সেটি ত্বকে লাগিয়ে নিলেও তা সুফল দিয়ে থাকে ত্বকের উজ্জ্বলতা ধে রাখতে।
* মুখ পরিষ্কারের পর সিরাম জুস লাগিয়ে নিন মুখে। ত্বকের জরুরি পুষ্টি পাওয়া যায় এই সিরাম জুসে। এতে ত্বক সতেজ হয়। সিরাম যাতে ত্বকে বসে, তার জন্য ময়েশ্চরাইজার ব্যবহার করতে পারেন।