শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া ঠিক নাকি ভুল? 

প্রকাশিত : ০১:৩৮ এএম, ১৪ মে ২০২২ শনিবার

গরম-পানিতে-মধু-মিশিয়ে-খাওয়া-ঠিক-নাকি-ভুল 

গরম-পানিতে-মধু-মিশিয়ে-খাওয়া-ঠিক-নাকি-ভুল 

সম্পর্কিত খবর মধু ব্যবহারেই মিলবে মসৃণ কোমল চুল প্রতিদিন কাঁচা হলুদ-মধু খাওয়ার যত উপকার মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা পুষ্টিগুণে অনন্য। ওপর দিকে সুস্থতার জন্য ঠান্ডা পানি পরিহার করে গরম পানি পানের পরামর্শ দেন চিকিৎসকরাও। তাই অনেকেই কুসুম গরম পানি পানে অভ্যস্ত।

তবে যারা স্বাস্থ্য সচেতন কিংবা ওজন কমাতে চান, তাদের মধ্যে অনেকেই দিন শুরু করেন এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে খেয়ে। অনেকে আবার এর সঙ্গে লেবুও যোগ করেন। যারা রোগা হতে চান তাদের কাছে এই পানীয়ও বেশ পছন্দের।

মধু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মধুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত মধু খেলে কাশি সর্দির সমস্যাও অনেক কমে যায়। কিন্তু গরম পানি দিয়ে মধু খেলে বিপদ বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, গরম পানিতে মধু মেশালে তা এক ধরনের বিষে পরিণত হয়। খাওয়ার সময় কোনো সমস্যা হয় না। কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে। গরম পানিতে মধু মিশিয়ে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সব সময় সাধারণ তাপমাত্রাতেই মধু খাওয়া ভালো।

বিশেষজ্ঞরা আরো বলছেন, বেশি গরম পানিতে মধু মেশালে সব গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই একেবারে হালকা গরম পানিতে মধু মেশাতে পারেন।এতে ওজনও থাকবে নিয়ন্ত্রণে।