মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য নেই: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১০ মে ২০২২ মঙ্গলবার

টিআইবি-আর-রিজভী-আহমেদের-মধ্যে-কোনো-পার্থক্য-নেই-তথ্যমন্ত্রী

টিআইবি-আর-রিজভী-আহমেদের-মধ্যে-কোনো-পার্থক্য-নেই-তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা রিজভী যে সুরে কথা বলে টিআইবিও একই সুরে কথা বলে। টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোন পার্থক্য নেই। 

মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও মহানগর আওয়ামী লীগের থানা কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের গুলি করার পেছনে বিএনপির কোনো শীর্ষ নেতার হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কক্সবাজারে তরমুজ ছোড়ার প্রতিবাদে আওয়ামী লীগ কর্মীদের উপর এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের গুলি করা প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এলডিপির নেতার গুলি ছোড়ার পক্ষে সাফাই গাইছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর থেকে ধারণা করা যেতে পারে; এ ঘটনায় বিএনপির হাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা উচিত।

এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রংপুর জেলা প্রশাসক আসিব আহসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।