গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির বৈঠক
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ৭ মে ২০২২ শনিবার
গণভবনে-চলছে-আওয়ামী-লীগের-কার্যনিবাহী-কমিটির-বৈঠক
ঘোষিত সূচি অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৫টায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এর আগে, বৈঠকে অংশ নিতে নিধারিত সময়ের আগেই আওয়ামী লীগের নেতাকর্মীদের গণভবনে প্রবেশ করতে দেখা গেছে।
বৈঠক থেকে দলের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠপর্যায়ের প্রস্তুতি, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ও
চলতি বছরের জুন মাসে কুসিক নির্বাচনসহ সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বৈঠকে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, পীযুষ কান্তি, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ কে আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, সফিউল আলম নাদেল, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ৷
আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করেছেন- বৈঠক দলের জাতীয় কাউন্সিলই হবে মূল এজেন্ডা। তৃণমূলের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করাসহ জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হতে পারে। তবে দলের জাতীয় কাউন্সিলকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। এছাড়া বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। চলতি বছর এটাই প্রথম আওয়ামী লীগ কার্যনিবাহী কমিটির বৈঠক।