মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির বৈঠক বিকেলে

প্রকাশিত : ১১:০৫ এএম, ৭ মে ২০২২ শনিবার

আওয়ামী-লীগের-কার্যনিবাহী-কমিটির-বৈঠক-বিকেলে

আওয়ামী-লীগের-কার্যনিবাহী-কমিটির-বৈঠক-বিকেলে

দীর্ঘ প্রায় ছয় মাস পর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, দলের  কার্যনিবাহী বৈঠকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বলেন, ৭ মে কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ মে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেটা সম্মেলন নিয়েও হতে পারে বা অন্য কোনো বিষয় নিয়েও হতে পারে।

তিনি বলেন, জাতীয় সম্মেলনের আগে আমাদের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক শাখাগুলো সম্মেলনের তারিখ নির্ধারণ, আগামী জাতীয় নির্বাচনের দলীয় প্রস্তুতি ছাড়াও সাংগঠনিক একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। এছাড়া বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়। 

এরপর গত ৮ ফেব্রুয়ারি গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সাংগঠনিক টিমগুলোকে জেলা সফর ও মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটিগুলোর সম্মেলন করার নির্দেশনা দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর মাসেই শেষ হবে। ২২তম জাতীয় সম্মেলন নির্ধারিত সময়েই হবে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত হতে পারে বলে আওয়ামী লীগের একাধিক নেতা সঙ্গে কথা বলে জানা গেছে।