মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

মুখ থুবড়ে পড়েছে বিএনপির ঐক্য প্রক্রিয়া

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৪ মে ২০২২ বুধবার

মুখ-থুবড়ে-পড়েছে-বিএনপির-ঐক্য-প্রক্রিয়া

মুখ-থুবড়ে-পড়েছে-বিএনপির-ঐক্য-প্রক্রিয়া

বৃহত্তর ঐক্য গঠনে যাদের নিয়ে এতো আয়োজনে মেতেছিল বিএনপি, সেই সমমনাদের মধ্যেই জামায়াতসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ঐক্যের চেয়ে দূরত্ব দেখা যাচ্ছে বেশি। এ অবস্থায় বিএনপির ঐক্য প্রক্রিয়া অনেকটা মুখ থুবড়ে পড়েছে।

বৃহত্তর ঐক্য গড়ার বিষয়ে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের একাধিক নেতা জানান, বিএনপি এখন পর্যন্ত ঐক্যের কর্মপন্থা ঠিক করতে পারেনি। এছাড়া তারা যে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি করছে, সে বিষয়েও এখন পর্যন্ত স্পষ্ট ধারণা দিতে পারেনি।

এছাড়া আন্দোলন ও নির্বাচন প্রশ্নে তারেক রহমানের অবস্থান কী? তার দেশে ফেরা, মামলার পরিণতি নিয়েও বিএনপির অবস্থান ও চাওয়াটা এখনো স্পষ্ট নয়।

এ ব্যাপারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বৃহত্তর ঐক্যের জন্য লাগাতার চেষ্টা থাকতে হয়। এজন্য একটি গাইডলাইন থাকতে হয়। বিএনপি বিভিন্ন সময়ে ভাঙা ভাঙা বক্তব্যে বৃহত্তর ঐক্যের কথা বলে আসছে। এতে সে রকম কোনো চেষ্টা ছিল বলে আমার কখনো মনে হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ঐক্যফ্রন্টের নামে বিএনপি গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডি, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বেশ কয়েকটি দলকে নিয়ে নির্বাচনে অংশ নেয় এবং নিজেদের কৌশল বাস্তবায়নে ব্যর্থ হয়। এবার বৃহত্তর ঐক্যের নামে নির্বাচনে গিয়ে বিএনপি জাতীয় সরকারের যে ভাবনা সাজাচ্ছে, তা নিয়ে বেশ ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে। এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়।