শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদ স্পেশাল গরুর মাংসের কালা ভুনা

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

ঈদ-স্পেশাল-গরুর-মাংসের-কালা-ভুনা

ঈদ-স্পেশাল-গরুর-মাংসের-কালা-ভুনা

সম্পর্কিত খবর পাঁচ খাবার পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়  গরমে শিশুকে খেতে দিন পাঁচ খাবার  পিরিয়ডের সময় এসব খাবার খেলেই বিপদ ঈদে সবাই চায় অন্যান্য খাবারের সঙ্গে স্পেশাল কোনো আইটেম খেতে। সেই তালিকায় এবারের রাখতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় আইটেম গরুর মাংসের কালো ভুনা। যা খেতে দারুণ সুস্বাদু। ঈদে খাবারের টেবিলে বাড়তি আনন্দ এনে দেবে এই মজাদার আইটেমটি। 

গরুর মাংসের কালা ভুনা তৈরি করা খুব বেশি ঝামেলার নয়। চলুন জেনে নেয়া যাক গরুর মাংসের কালা ভুনা তৈরির সহজ রেসিপিটি-

উপকরণ: গরুর মাংস-২ কেজি, সরিষার তেল-এক কাপ, আদা, রসুন, পেঁয়াজ বাটা দেড় কাপ, হলুদ গুঁড়া-২ চামচ, মরিচ গুঁড়া-৪ চা চামচ, ধনিয়া গুঁড়া-২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, আলু বোখারা-৫টি, টমাটো লম্বা ফালি-২টি, কাঁচা মরিচ আস্ত ৬টি, লবণ-২ চা চামচ, পেঁয়াজ কুচি- ১ কাপ, হাটহাজারী মরিচ ভেজে গুঁড়া করা-৩ চা চামচ, ধনেপাতা কুচি- ২ চা চামচ, গরম মসলা গুঁড়া- ২ চা চামচ।

প্রণালী: প্রথমে একটি বাটিতে গরুর মাংস, আদা, রসুন, পেঁয়াজ বাটা, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া, আলু বোখারা, টমাটো, কাঁচা মরিচ, লবণ, পেঁয়াজ কুচি ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিন। চুলায় একটি হাঁড়ি দিন। হাঁড়িতে মাখানো মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিট জ্বাল দিতে হবে। চুলায় আরেকটি হাঁড়িতে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে জ্বাল করে রাখা গরুর মাংস, হাটহাজারী মরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, গরম মসলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করুন। মাংস কালো হয়ে ওপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে কালো ভুনা।  
সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।