বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১ মে ২০২২ রোববার
বিএনপির-কেন্দ্রীয়-নেতৃত্বের-বিরুদ্ধে-স্বজনপ্রীতির-অভিযোগ
বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভার কাউন্সিল ও কমিটি গঠনে ঢাকা জেলা বিএনপির স্বেচ্ছাচারী মনোভাব, স্বজনপ্রীতি এবং অনিয়ম করে যাচ্ছে বলে এতে অভিযোগ করা হয়। একই দিনে, একই স্থানে ও একই অতিথি দিয়ে একাধিক কাউন্সিল করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এছাড়া ঢাকার বাইরে বগুড়ার সান্তাহার, নাটোর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যমে কমিটি গঠন করারও অভিযোগ উঠেছে।
তৃণমূল নেতাদের অভিযোগ, দলের হাইকমান্ড বিভক্ত হওয়ায় অনেক সময় সঠিক সিদ্ধান্ত আসছে না। যারা তারেক জিয়ার সমর্থক, তাদেরই বেছে বেছে বিভিন্ন কমিটিতে আনা হচ্ছে। এতদিন যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করা হচ্ছে না। এছাড়াও দলের বড় নেতাদের আত্মীয়-স্বজনদের কমিটিতে স্থান দেওয়া হচ্ছে। যারা কি-না কোনো সময় প্রয়োজনে দলের পাশে থাকেনি। এছাড়া হামলা-মামলার শিকার হওয়া অনেক তৃণমূলের নেতাকর্মীই পদ-পদবী পাচ্ছেন না। ফলে দলের নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার অন্দোলনসহ কোনো আন্দোলনই ফলপ্রসু হবে না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি দল পুনর্গঠন করতে গিয়ে যদি এ ধরনের স্বজনপ্রীতি করে বা তৃণমূলের ত্যাগী নেতাদের উপেক্ষা করে, তাহলে দলের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করবে।
এছাড়া ঢাকা জেলা হলো যেকোনো ধরনের আন্দোলন-সংগ্রামের প্রাণকেন্দ্র। দেশের সব রাজনৈতিক দলের শক্তিশালী ঘাঁটি ঢাকা। যেকোনো আন্দোলনের সফলতার সম্ভাবনার জায়গা। অথচ বিএনপি যে প্রক্রিয়ায় রদবদল করছে, তা দলের জন্য আত্মঘাতী। সুতরাং এ পরিস্থিতির উন্নতি না হলে বিএনপিতে বিদ্রোহ আসন্ন বলে মনে করছেন তারা।