মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

দলের চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিএনপি

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

দলের-চক্রান্তকারীদের-বিরুদ্ধে-কঠোর-ব্যবস্থা-নিচ্ছে-বিএনপি

দলের-চক্রান্তকারীদের-বিরুদ্ধে-কঠোর-ব্যবস্থা-নিচ্ছে-বিএনপি

যারা দলের ভেতরে থেকে চক্রান্ত করে বিএনপির সর্বনাশ করছে, সেসব নেতাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ তালিকায় এহসানুল হক মিলনের মতো সাবেক মন্ত্রী, তৈমুর আলম খন্দকারের মত ডাকসাইটে নেতা, এমনকি শওকত মাহমুদের মতো খালেদা জিয়ার ঘনিষ্ঠ নেতাকেও বাদ দেওয়া হচ্ছে না। 

এ ব্যাপারে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেন, দলীয় শৃঙ্খলার ব্যাপারে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে। খালেদা জিয়া অনেক উদার ছিলেন। তিনি ছোটখাটো অপরাধ মাফ করে দিতেন। কিন্তু তারেক জিয়া মাফ করার পক্ষপাতী নন। এ কারণেই যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, এ তালিকা তৈরি করছে তারেক রহমান বিগ্রেড বলে পরিচিত একটি গোষ্ঠী। এর মূল কাজই হচ্ছে বিএনপির নেতাদের নজরদারি করা এবং এদের মধ্যে কারা কারা কী ধরনের চক্রান্ত করছে, কাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছেন। এসব কিছু পর্যবেক্ষণ করে তথ্য সংরক্ষণ করা।

বিএনপির অপর একজন নেতা বলেন, আন্দোলন পরের কথা। আগে আমরা দল গোছাব, শুদ্ধি অভিযান করব এবং শুদ্ধি অভিযানের মাধ্যমে যারা যারা বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

তবে এর প্রেক্ষিতে বিএনপির অনেকেই বলছেন, বিএনপির ‘টপ টু বটম’ সবাই কোনো না কোনোভাবে দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এখন যদি দলের ষড়যন্ত্রকারীদের খুঁজতে চায়, তাহলে ‘লোম বাঁচতে কম্বল উজাড়’ হবে কি-না, সেটিই দেখার বিষয়।