বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী অবাক: মাহবুব উল আলম হানিফ
প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০২২ বুধবার
বাংলাদেশের-উন্নয়ন-দেখে-বিশ্ববাসী-অবাক-মাহবুব-উল-আলম-হানিফ
বুধবার রাজধানীতে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশকে পরিচালনা করতে শেখ হাসিনা ছাড়া কোনো যোগ্য নেতা নেই। এমনকি তার যোগ্যতার দশ ভাগের এক ভাগ দেশের কোনো নেতার মাঝে নেই। অন্যান্য দেশের নেতারাও বিষয়টি স্বীকার করেন।
আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি উদ্দেশ্যে হানিফ বলেন, দেশের জনগণকে কীভাবে জনশক্তিতে রূপান্তরিত করা যায় তা নিয়ে চিন্তা করতে হবে। জনশক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, দক্ষ করা যায়- সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, সদস্য সচিব হাবিবুর রহমান সিরাজসহ উপ-কমিটির সদস্যরা।