মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

সাড়ে চার লাখ মানুষের মাঝে যুবলীগের ইফতার-ঈদ উপহার

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

সাড়ে-চার-লাখ-মানুষের-মাঝে-যুবলীগের-ইফতার-ঈদ-উপহার

সাড়ে-চার-লাখ-মানুষের-মাঝে-যুবলীগের-ইফতার-ঈদ-উপহার

প্রধানমন্ত্রীর নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আহ্বানে সাড়া দিয়ে যুবলীগের নেতাকর্মীরা প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত দেশব্যাপী প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৫০০ জন মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, লবণ, ২ প্রকারের সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র।

এর আগে, করোনা মহামারির এই দীর্ঘ সময়ে প্রায় ৮৬ লাখ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে যুবলীগ। শুধু খাদ্য সহায়তাই নয়, করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা, সাধারণ মানুষের জন্য টেলিমেডিসিন সেবা, ফ্রি-অক্সিজেন ও ফ্রি-অ্যাম্বুলেন্স সেবা, করোনায় মৃত ব্যক্তির দাফন/সৎকারে সহায়তা করা এমনকি করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগ। তারই ধারাবাহিকতা এই পবিত্র মাহে রমজানেও ধরে রেখেছে যুবলীগ।