মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

কূটনীতিকদের বোকা বানাতে চায় বিএনপি

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

কূটনীতিকদের-বোকা-বানাতে-চায়-বিএনপি

কূটনীতিকদের-বোকা-বানাতে-চায়-বিএনপি

কূটনীতিকদের বোকা বানিয়ে ভুল তথ্য প্রচার করে আবারো রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বিএনপি।

জানা গেছে, গত ১৭ মার্চ বিএনপির সঙ্গে সৌজন্য বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত। বৈঠক পরবর্তী বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে দলটির একজন শীর্ষ সারির নেতা সাংবাদিকদের বলেছিলেন, দেশের নির্বাচন, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

পরবর্তী সময়ে বৈঠকে বিএনপির সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপির বক্তব্য সঠিক ছিল না দাবি করে অসন্তুষ্টি জানান জার্মান রাষ্ট্রদূত। 

গত ২০ এপ্রিল বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ে জার্মান রাষ্ট্রদূত তার অবস্থান স্পষ্ট করেন।

আরো পড়ুন> বিএনপিতে এখন শূন্যের কোঠায় মির্জা ফখরুলের জনপ্রিয়তা

এ সময় জার্মান রাষ্ট্রদূত আচিন ট্রস্টার বলেন, আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়। বিএনপি আমাকে ‘মিস কোট’ করেছে। 

জার্মান রাষ্ট্রদূতের এ মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে চলছে আবারো নানা গুঞ্জন। বলা হচ্ছে বিএনপি আসলে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কূটনীতিকদের বক্তব্যে বিকৃত করে উপস্থাপন করছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও বিএনপি কূটনীতিকদের কাছে ধরনা দিয়ে আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি। এবারো নির্বাচনের আগে নতুন করে ষড়যন্ত্র করতে চায় বিএনপি। যার ফলেই কূটনৈতিকদের বোকা বানিয়ে বক্তব্য বিকৃত করে উপস্থাপন করে রাজনৈতিক স্বার্থ অর্জন করতে চেয়েছিল। কিন্তু কূটনীতিকরা আর বোকা নেই। তারা বিএনপির ষড়যন্ত্র বুঝতে পেরে তা প্রতিহত করেছে। যা দেশের জন্য অত্যন্ত নিন্দনীয় ও লজ্জার।