মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৮ ১৪৩১   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

সরকারের মেগা প্রকল্পগুলোর সাফল্যে ঈর্ষান্বিত বিএনপির মিথ্যাচার

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

সরকারের-মেগা-প্রকল্পগুলোর-সাফল্যে-ঈর্ষান্বিত-বিএনপির-মিথ্যাচার

সরকারের-মেগা-প্রকল্পগুলোর-সাফল্যে-ঈর্ষান্বিত-বিএনপির-মিথ্যাচার

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। এসব মেগা প্রকল্প এরই মধ্যে জনগণের নজর কাড়তে শুরু করায় বিএনপি নেতাদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এজন্য মেগা প্রকল্পগুলো নিয়ে ধারাবাহিক মিথ্যাচার করছেন বিএনপি নেতারা।

কিছুদিন আগেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সভায় দাবি করেন, মেগা প্রকল্পে কারো উন্নয়ন হচ্ছে না। কিন্তু দেশের চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

তথ্যসূত্র বলছে, দেশের অর্থনৈতিক ভিত্তিকে সমৃদ্ধ করতে বর্তমান সরকারের নেয়া একাধিক প্রকল্প আলোর মুখ দেখেছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সেবাও পেতে শুরু করেছে জনগণ। দেশের মহাসড়কগুলোকে চার লেনে উন্নীতকরণ, মেট্রোরেল, কর্ণফুলী টানেল ও পদ্মাসেতু প্রকল্প শতভাগ বাস্তবায়ন হলে বিএনপির মিথ্যার বেসাতি উন্মোচিত হবে সর্বমহলে।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দেশের মানুষকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ উপহার দিতে নতুন এক বৈপ্লবিক ধারার সূচনা করেছে আওয়ামী লীগ সরকার। ডিজিটাল বাংলাদেশের ভিশন নিয়ে এ সরকার মহাকাশযুগে প্রবেশ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে। এসব দেখে বিএনপি নেতারা হতাশ হয়েছেন। আসলে অপরাজনীতি করতে গেলে অতিরঞ্জিত কথা বলতে হয়। বিএনপি নেতারা সেটাই করছেন।

বিশ্লেষকরা আরো বলেন, দেশের সব মেগা প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নির্লজ্জের মতো মিথ্যাচার করেছেন বিএনপির নেতারা, যা আজ জনগণের সামনে উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৩ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। ফখরুল সাহেবদের মনে করা উচিত যে, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন বড় কোনো প্রকল্পে হাত দিতেই সাহস করেনি। উল্টো এখন বর্তমান সরকারের মেগা প্রকল্পগুলো নিয়ে একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন তারা। সরকারের ইতিবাচক কাজগুলোর প্রশংসা করলে মির্জা ফখরুলদের মান-মর্যাদা কমে যাবে না। বরং রাজনীতিতে সুচিন্তার বিকাশ ঘটবে।