মালদ্বীপে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার
মালদ্বীপে-দুর্বৃত্তের-ছুরিকাঘাতে-ব্রাহ্মণবাড়িয়ার-যুবক-নিহত
শনিবার সন্ধ্যার দিকে দেশটির রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মো. শাহিন জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির চাঁনপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
নিহত শাহিনের চাচা বাইজেদুল ইসলাম বলেন, শাহিন মালদ্বীপে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। শাহিনের সঙ্গে পাকিস্তানি এক যুবকও কাজ করতেন। গতকাল সন্ধ্যার দিকে কাজ করার সময় পাকিস্তানি যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাকিস্তানি যুবক রেস্টুরেন্টে রাখা ছুরি দিয়ে শাহিনের শরীরে আঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় শাহিনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমার বড় ভাই জাহিদুল ইসলাম সুজন শাহিনের লাশের সঙ্গে আছেন। রোববার ভোরে পাকিস্তানি যুবককে দেশটির পুলিশ আটক করেছে।
পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেন, মালদ্বীপে শাহিনের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি কিভাবে লাশ দেশে আনা যায়।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ সতত্যা নিশ্চিত করে বলেন, শাহিনের লাশ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।