মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৯ ১৪৩১   ২০ রবিউল আউয়াল ১৪৪৬

যমুনা ইকোনমিক করিডোর উন্নয়নে কাজ করছে সরকার: মতিয়া চৌধুরী

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার

যমুনা-ইকোনমিক-করিডোর-উন্নয়নে-কাজ-করছে-সরকার-মতিয়া-চৌধুরী

যমুনা-ইকোনমিক-করিডোর-উন্নয়নে-কাজ-করছে-সরকার-মতিয়া-চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, যমুনা নদীর ইকোনমিক করিডোর উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। নদীর করিডোর উন্নয়নের কথা চিন্তা করেই দুই পাশের স্থাপনা গড়ে তোলা হচ্ছে।

সোমবার রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কাউন্সিল হলে ‘যমুনা নদীর ইকোনমিক করিডোর উন্নয়ন: সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং কৌশল প্রণয়ন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, যমুনা নদীর উন্নয়নের করিডোর অনেক আগেই হওয়ার কথা ছিল। এমনকি শাখা নদীগুলোরও করিডোর উন্নয়ন হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন এই উন্নয়ন করিডোর বাস্তবায়ন করতে প্রকৌশলীদের সহযোগিতা লাগবে। একই সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তও লাগবে।

তিনি বলেন, যেকোনো কানেক্টিভিটি দেশের উন্নয়নের দুয়ার খুলে দেয়। যমুনা নদীর ইকোনমিক করিডোর উন্নয়নের কথা চিন্তা করেই দুই পাশের স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এই করিডোর শুধু বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনে অবদান রাখবে, তা নয়- এই করিডোর বিদেশেও পণ্য পরিবহন করতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় যমুনা তীরের মানুষ এখন উন্নত জীবন ও জীবিকার স্বপ্ন দেখছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।