বিশ্বখ্যাত সব জাদুঘর
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
বিশ্বখ্যাত-সব-জাদুঘর
চলুন, জেনে নেওয়া যাক বিশ্ববিখ্যাত কয়েকটি জাদুঘরের আদ্যোপান্ত। আপনি চাইলেই ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘ইনুইগান’-এ প্রবেশ করে এসব জাদুঘর ঘুরে দেখতে পারেন।
ফ্রান্সের ল্যুভর জাদুঘর
ফ্রান্সের ল্যুভর জাদুঘর বিশ্বের সর্ববৃহৎ জাদুঘর। এটি বিশ্বের খ্যাতনামা শিল্পীদের শিল্পকর্মে সমৃদ্ধ। এর বৈচিত্র্যময় সংগ্রহ দেখতে দেখতে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। তবে অনলাইনে আপনি অ্যাপোলো গ্যালারি ও মিসরীয় নানা নিদর্শন দেখার সুযোগ পাবেন।
ব্রিটিশ জাদুঘর
হাজারো ঐতিহাসিক নিদর্শনের তীর্থস্থান যুক্তরাজ্যে অবস্থিত ব্রিটিশ মিউজিয়াম। এর অবারিত সংগ্রহ দেখতে দেখতে সশরীরে সেখানে সারা দিনও কাটিয়ে দেওয়া সম্ভব। তবে অনলাইনেও ঘরে বসে ঐতিহাসিক ‘রোসেটা পাথর’ ও ‘মিসরের মমি’ দেখতে পারেন আপনি।
নিউইয়র্কের গুগেনহেম জাদুঘর
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত গুগেনহেম জাদুঘর। ফ্রাঙ্ক লয়েড রাইটের নকশায় এতে আধুনিক বেশ কিছু শিল্পকর্ম রয়েছে। জাদুঘরটি তার অনন্য স্থাপত্যের জন্য কেবল নিউইয়র্কে নয়, সারা বিশ্বেই বিখ্যাত। অনলাইনে আপনি সমৃদ্ধ এই জাদুঘর ঘুরে দেখতে পারেন নিমেষেই।
তুরস্কের রাহমি এম কক জাদুঘর
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত রাহমি এম কক জাদুঘর। সময়ের সঙ্গে সঙ্গে এর সংগ্রহ আরো বাড়ছে। এতে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে। ঘরে বসেই আপনি এই জাদুঘর দেখতে পারবেন এবং শিল্প ও যোগাযোগব্যবস্থার উন্নতির ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
ফ্রান্সের মুসে ডি ওরসে
ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী ক্লদ মোনেত, এডগার ডেগাস, পিয়েরে-অগস্তে রেনরের অসাধারণ সব শিল্পকর্মের দেখা মিলবে ফ্রান্সের মুসে ডি ওরসে জাদুঘরে। মাত্র এক ক্লিকে ঘরে বসে ঐতিহাসিক সব শিল্পকর্ম দেখে আসতে পারেন আপনি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গ্যালারি অব আর্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত জাদুঘর ন্যাশনাল গ্যালারি অব আর্ট। এতে দুই হাজারের অধিক শিল্পকর্ম রয়েছে। বিখ্যাত চিত্রশিল্পী পল মেলন, এলসা মেলন ব্রুস, লেসিং জে রোসেনওয়াল্ড, স্যামুয়েল হেনরি ক্রেস, রুশ হ্যারিসন ক্রেস, পিটার অরেল ব্রাউন ওয়াইডনার, জোসেফ ই ওয়াইডনার ও চেস্টার ডেলের দানকৃত শিল্পকর্ম নিয়ে গড়ে উঠেছে জাদুঘরটি। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বিনামূল্যেই আপনি সেগুলো দেখতে পারেন।