রমজানে দ্রব্যমূল্য নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: পরশ
প্রকাশিত : ১২:০৫ এএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার
রমজানে-দ্রব্যমূল্য-নিয়ে-ষড়যন্ত্র-করছে-বিএনপি-জামায়াত-পরশ
রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় প্রাঙ্গণে যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শেখ পরশ বলেন, বিএনপি-জামায়াতের একটা বড় ইস্যু হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে। আপনারা একটু যাচাই-বাছাই করে দেখেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে মূলহোতা কারা। এর পেছনে বিএনপির হাত আছে।
এ সময় তিনি যুবলীগের নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
যুবলীগের চেয়ারম্যান বলেন, পবিত্র রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন সংযম, ধৈর্য ও শক্তির সঙ্গে এই মাসটা অতিবাহিত করি। আত্মশুদ্ধির মাস, আত্মসমালোচনা করারও মাস এটা। নিজেকে বিলিয়ে দেওয়া বা আত্মত্যাগের মাসও এটা। আমরা প্রতি বছরই রমজানে মাসব্যাপী সুবিধাবঞ্চিত ভাই-বোনদের সঙ্গে ইফতার ভাগাভাগি করি। তাদের মাঝে ইফতার বিতরণ করি।
তিনি বলেন, যুবলীগ সবসময় নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের সংগঠন। এই সংগঠনের জন্ম হয়েছে গণমানুষের কথা বলতে বলতে, মানুষের অধিকার আদায়, সংগ্রামের মাধ্যমে।
পরশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থেই পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে আবির্ভূত হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো ছোট ঘটনা নয়, আমরা দেশ হিসেবে ছোট হতে পারি। কিন্তু আমরা মর্যাদাশীল দেশ। দারিদ্র্যের হার যেখানে ৪০ শতাংশ ছিল, সেখানে হ্রাস পেয়ে ২০ শতাংশে নেমে এসেছে। আজকে মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়নসহ প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।