বিএনপির অনশন কর্মসূচিতে নেতাকর্মীদের খানাপিনা
প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩ এপ্রিল ২০২২ রোববার
বিএনপির-অনশন-কর্মসূচিতে-নেতাকর্মীদের-খানাপিনা
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কর্মসূচি শুরুর আগে সকাল ৯টার দিকে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, সকাল ১০টার আগে আপনাদের যার যা ইচ্ছে খেয়ে নিন। এরপরে কিন্তু কেউ আর কিছু খেতে পারবেন না।
তিনি আরো বলেন, যদি খাওয়া হয় তাহলে অনেকেই ছবি তুলে সেগুলো সামাজিক মাধ্যমে ছেড়ে দেবে। এতে দল ক্ষতিগ্রস্ত হবে ও বিব্রতকর পরিস্থিতিতে পড়বে।
আরো পড়ুন>>> বিএনপির অনশনে জামায়াত, পিটুনির শিকার কয়েকজন
তাইফুল ইসলাম টিপুর এ নির্দেশনার পরেও ১০টার পর নেতাকর্মীদের প্রেসক্লাবের আশেপাশের ফুটপাতের চায়ের দোকানে রুটি, কেক, কলা ও চা খেতে দেখা গেছে। আবার কেউ কেউ দিব্যি বাদাম ও মুড়ি চিবিয়ে যাচ্ছিলেন। অনশন শেষ না হওয়া পর্যন্ত তাদের এ খাওয়াপর্ব চলে।
এ প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির এক সদস্য বলেন, প্রতিটি অনশনে এভাবে খাওয়ার কি মানে আছে, আমি বুঝি না। এটা কি অনশন ছিল? নাকি লোক দেখানো কর্মসূচি। আন্দোলন-বিক্ষোভের জন্য দলীয় নেতাকর্মীদের রাজপথে ডাকা হলে সেখানে কাউকে পাওয়া যায় না।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, মানববন্ধন ডেকে বিএনপির একটি পক্ষ কেবল লোক হাসাচ্ছে। সুতরাং এসব জায়গা আগে মেরামত করুন। নইলে এ ধরনের অনশন দিয়ে কিছু হবে না।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, বিএনপির অভ্যন্তরে যে বিশৃঙ্খলা চলছে, তা তাদের কিছু কিছু নেতার বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট করেছেন। বিএনপির মধ্যে তৈরি হওয়া এ অনৈক্য দূর করতে না পারলে সত্যিই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বিএনপি। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বিএনপি লাঠি দিয়ে বাঘ মারার চেষ্টা করছে।