যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
যে-একাদশ-নিয়ে-মাঠে-নামছে-বাংলাদেশ
বৃহস্পতিবার ডারবানের কিংসমিডে টস জিতে ফিল্ডিং নিয়েছে টাইগার অধিনায়ক মমিনুল হক।
টেস্ট ম্যাচটিতে তামিম ইকবালের একাদশে থাকার কথা থাকলেও পেটে পীড়ার কারণে তিনি নেই। দলে জায়গা করে নিয়েছেন সাদমান ইসলাম।
এদিন টস করতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন অধিনায়ক মুমিনুল হক। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন এই ব্যাটসম্যান।
এদিকে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ডারবানে নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলছেন। আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে পা রাখলেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলে সবগুলো ম্যাচেই পরাজয় বরণ করেছে টাইগাররা। ড্র করলেও তাই মুমিনুল হকের দল পাবে একটি ‘প্রথম’ এর স্বাদ। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশের বড় পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকার উইকেট ও কন্ডিশন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২টি ম্যাচ খেলে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই। প্রোটিয়ারা জিতেছে ১০টিতে, আর বাকি দুটি টেস্ট ড্র হয়েছে।
বাংলাদেশ একাদশ:
মমিনুল হক(অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।