শাহিন পুকুরকে হারিয়ে আবাহনীর জয়ের হাসি
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার
শাহিন-পুকুরকে-হারিয়ে-আবাহনীর-জয়ের-হাসি
বুধবার ঢাকার ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করতে নামে শাইনপুকুর। ব্যাট হাতে নেমে রানের ফুলঝুড়ি ফুটিয়েছে আবাহনীর ব্যাটাররা। প্রথম ছয় ব্যাটারই রান পেয়েছেন। এরমধ্যে ওপেনার মোহাম্মদ নাইম ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন জোড়া হাফ-সেঞ্চুরি করেন।
নাইম ৮১ বলে ৬০ ও মোসাদ্দেক ৬৫ বলে ৮৮ রান করেন। মোসাদ্দেকের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কা ছিলো। এছাড়া জাকের আলি ৩৫, ভারতের হনুমা বিহারি-তৌহিদ হৃদয় ৪৫ ও আফিফ হোসেন ১১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। ফলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান করে আবাহনী।
৩৩৪ রানের বড় টার্গেটে ভালোই জবাব দিয়েছে শাইনপুকুর। ওপেনার অভিষেক মিত্র ও রাজার ব্যাটিং দৃঢ়তায় এক পর্যায়ে ৩৪ ওভারে ২ উইকেটে ২০০ রান তোলে শাইনপুকুর। কিন্তু ৪০ ওভারের মধ্যে ২৩৭ রানে অভিষেক-রাজা ফিরলে, ম্যাচ থেকে ছিটকে পড়ে শাইনপুকুর।
শেষ দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৯ রান তুলে ম্যাচ হারের শাইনপুকুর। আবাহনীর তানভীর ও আফিফ ২টি করে উইকেট নেন।
অভিষেক ১০২ বলের ইনিংসে ১১টি বাউন্ডারিতে ৮২ রান করের। লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি পাওয়া রাজা ৯৩ বল খেলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৭ রান করেন।
ম্যাচ সেরা হন আবাহনীর মোসাদ্দেক।
এই জয়ে ৫ খেলায় ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠলো আবাহনী। আর ৬ খেলায় ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে শাইনপুকুর।