আগামী নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই: নানক
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার
আগামী-নির্বাচনে-জয়ের-কোনো-বিকল্প-নেই-নানক
বুধবার রাজধানীর মুগদায় মহানগর দক্ষিণে ৭১নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি, জামায়াত ও হেফাজত একই মায়ের পেটের তিন ভাই। তাই বিএনপি-জামায়াত থেকে আমাদেরকে সতর্ক থাকতে। জামায়াত এখন গর্তে ঢুকেছে। বিপদ দেখলেই তারা গর্তে ঢুকে। বিপদ কেটে গেলে গর্ত থেকে বের হয়ে আবারো ষড়যন্ত্র শুরু করে। তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনো বিকল্প নেই উল্লেখ করে নানক বলেন, নির্বাচন আসলেই তাদের ষড়যন্ত্র শুরু হয়ে যায়। মিথ্যার আশ্রয় নেয়। ষড়যন্ত্রের জাল বোনে।
তিনি বলেন, নির্বাচনে জয় নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। মনে রাখতে হবে-নির্বাচনে আমরা হেরে গেলে হেরে যাবে দেশের স্বাধীনতা, হেরে যাবে মানবতা। দেশের মানুষের জীবন অনিশ্চিত হয়ে যাবে। তাই নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে।
বিএনপি নেতাদের লজ্জা-শরম চলে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা(বিএনপি) মনে করে বাঙালি জাতির ভুলে যায়। তারা হয়তো ভুলে গেছে সেই একুশে গ্রেনেড হামলার কথা। কিন্তু বাঙালি জাতি ভুলিনি। নেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছেন। কারা সেই পরিকল্পনা করেছে? সেদিন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে খালেদা জিয়ার সন্তান তারেক রহমান হাওয়া ভবনে পরিকল্পনা করে গ্রেনেড হামলা চালিয়েছিল। সে হামলায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এখনো বিকলাঙ্গ হয়ে আছে। মৃত্যু যন্ত্রণায় ভুগছে। আমাদের দলের নিবেদিত ২৪ প্রাণ নিহত হয়েছে। বিএনপির ভুলে গেলেও এই দেশের জনগণ সেই হামলার ঘটনা কখনোই ভুলবে না।
ইউনিয়নের সভাপতি শফিকুল আলম শামিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খাইরুলের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন- সাবের হোসেন চৌধুরী এমপি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, খন্দকার এনায়েতুল্লাহসহ থানা ও মহানগের নেতৃবৃন্দরা।