বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগের ভিত্তি জনগণ: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ১০:০৫ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

আওয়ামী-লীগের-ভিত্তি-জনগণ-কৃষিমন্ত্রী

আওয়ামী-লীগের-ভিত্তি-জনগণ-কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো শক্তিই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, কারণ আওয়ামী লীগের ভিত্তি ও শেকড় এ দেশের মাটি ও মানুষ।

সোমবার বিকেলে আশুলিয়ার বিএনসিসি মাঠে আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, পাকিস্তানের জেনারেলদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি খুশি হবে ও তা মেনে নেবে। কিন্তু আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই বাংলাদেশে নির্বাচন হবে। যথাসময়ে নির্বাচন হবে, কেউ বানচাল করতে পারবে না।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের মূলশক্তি হলো তৃণমূলের কর্মীরা। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, থানাসহ বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা নির্বাচিত হবে। আমরা এমন সভাপতি, সাধারণ সম্পাদক করতে চাই, যারা হবেন আদর্শবান, সৎ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। কাজেই, যারা দলে বিশৃঙ্খল কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে আপনারা দলের কোনো পদে নির্বাচন করবেন না। সৎ, নিরলস পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের আপনারা নেতা হিসেবে নির্বাচন করবেন। তাহলে তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতেও দ্বিধা করবে না।

আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। 

এ সময় বক্তব্য রাখেন-  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি প্রমুখ।