বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুল নিয়েও খালেদার দেখা পেলেন না রিজভী

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৭ মার্চ ২০২২ রোববার

ফুল-নিয়েও-খালেদার-দেখা-পেলেন-না-রিজভী

ফুল-নিয়েও-খালেদার-দেখা-পেলেন-না-রিজভী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানাতে বাসার সামনে গিয়েও দেখা পাননি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শনিবার বিকেলে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান রিজভী। পরে সেখানে বিএনপির চেয়ারপার্সনের স্টাফ মাসুদের হাতে একটি ফুলের তোড়া তুলে দেন তিনি।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, এটাই হলো বিএনপি নেতাকর্মীদের আসল চরিত্র। এরা কর্মীবান্ধব রাজনীতিতে বিশ্বাসী নয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সব সময় চাকর-বাকরের মতো ব্যবহার করেন। নেতাকর্মীদের সঙ্গে আন্তরিকতার বড়ই অভাব রয়েছে বলে বিএনপি নেত্রীর এ করুণ দশা।

আরো পড়ুন>>> তারেকের রোষানলে পড়েছেন মির্জা ফখরুল

এর আগে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রিজভীকে ফোন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ সময় তিনি রিজভী আহমেদকে পার্টি অফিসে যাওয়া ও দলীয় কার্যক্রমে অংশ নেয়ার বিষয়ে নির্দেশনা দেন। 

এছাড়া ঐ নির্দেশনায় পার্টি অফিসে বেশিক্ষণ না থাকতে ও কোনো মিছিলে অংশ না নেয়ার জন্য রিজভীকে কড়া নির্দেশ দেন খালেদা জিয়া।