জোট নেতা-বিশিষ্টজনদের রোষানলে বিএনপি
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার
জোট-নেতা-বিশিষ্টজনদের-রোষানলে-বিএনপি
জানা গেছে, গত ৫ বছরে লোক দেখানো কয়েকটি কর্মসূচি ছাড়া কার্যত কোথাও কোনো সভা-সমাবেশ ছিল না বিএনপির। গত দুই বছর করোনার দোহাই দিয়ে সভা-সমাবেশ না করলেও এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চেষ্টা করা হচ্ছে। এতেই শুরু হয়েছে নতুন বিপত্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র ও দায়িত্বশীল এক নেতা বলেন, দলের কর্মীদের কোনো সমস্যা নেই, সমস্যা সিনিয়র নেতাদের মধ্যে। তারা দলকে গুছিয়ে আন্দোলনের জন্য প্রস্তুত করতে পারছেন না।
তিনি আরো বলেন, বিএনপি সরকারের আমলে যেসব নেতারা অর্থ-বিত্ত করেছেন তারা এখন বিলাসবহুল জীবনযাপন করছেন। মাঠের রাজনীতিতে তারা একেবারেই নেই।
জোটের এক সিনিয়র নেতা বলেন, বিএনপির সঙ্গে জোট বাধার পর আমরা পদে পদে আশাহত হচ্ছি। জনগণ থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এজন্য আমাদের কর্মীদের কাছে লজ্জিত হচ্ছি। দলটিকে এখন রাজনীতিতে অক্ষম মনে হচ্ছে।
নানাভাবে প্রশ্নবাণের সম্মুখীন হওয়া বিএনপির এমন পরিস্থিতির জন্য দলটির নেতাদের রাজনৈতিক চরিত্রকেই দায়ী মনে করেন বিশিষ্টজনরা।
বিএনপিপন্থী বিশিষ্টজনরা বলছেন, বিএনপি নির্দিষ্ট স্রোতে এগোতে ব্যর্থ হয়েছে। নির্দিষ্ট প্ল্যাটফর্ম না ধরে আলাদা আলাদা প্ল্যাটফর্মে নিজের অবস্থান পোক্ত করতে চেয়েছিল বিএনপি। এতে জোটের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। এখন কেউই বিএনপিকে আর ছাড় দিচ্ছে না। অর্থাৎ দলের নেতারা তাদের প্রতিটি পদক্ষেপেই প্রশ্নবিদ্ধ হচ্ছেন।
তারা আরো বলেন, বিএনপির পরাজয় মূলত কৌশলগত। তাদের সুদূরপ্রসারী পরিকল্পনায় ঘাটতি আছে। তারা আসলে স্রোতে ভেসে গেছে। স্রোত যেদিকে গেছে বিএনপিও সেদিকে ভেসে গেছে। কিন্তু রাজনীতিতে টিকতে হলে সুদূরপ্রসারী পরিকল্পনা থাকা আবশ্যক। সবদিকে নজর রেখে সামনে এগোনো উচিত। যেখানে বিএনপি প্রচণ্ড রকম ব্যর্থ।