দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত হওয়ার আহ্বান নানকের
প্রকাশিত : ১২:০৫ এএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
দেশবিরোধী-ষড়যন্ত্র-রুখতে-তৃণমূল-আওয়ামী-লীগকে-সুসংগঠিত-হওয়ার-আহ্বান-নানকের
রোববার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশ এগিয়ে যাওয়ার পথে দেশবিরোধী চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা একটি কঠিন সময় অতিবাহিত করছি। দেশ যখন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র থেমে নেই। দেশবিরোধী এ সকল চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
নানক বলেন, ষড়যন্ত্র প্রতিহত করতে হলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। ঢাকায় বসে নয়, জেলায় থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কাজ পরিচালনা করতে হবে। মনে রাখবেন, কে কি করছেন শেখ হাসিনার কাছে সে আমলনামা যায়। আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে হলে দলের নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য শামীমা আক্তার খানম প্রমুখ বক্তব্য রাখেন।