একটি গোষ্ঠী দেশে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: বাহাউদ্দিন নাছিম
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার
একটি-গোষ্ঠী-দেশে-কৃত্রিম-সংকট-সৃষ্টির-অপচেষ্টা-চালাচ্ছে-বাহাউদ্দিন-নাছিম
শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বরিশাল বিভাগের তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভার্চুয়াল সভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ জানান।
কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এবং একটি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। সেই অপশক্তি দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য দেশের ভেতরে-বাহিরে অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরো বলেন, রমজান মাস সন্নিকটে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গত কয়েক বছর করোনা সংক্রমণ থাকার কারণে আন্তর্জাতিক বাজারসহ আমাদের দেশেও দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। একটি রাজনৈতিক গোষ্ঠী এক শ্রেণির মুনাফাখোর, সুবিধাবাদী ব্যবসায়ীদের বিভিন্নভাবে উসকে দিচ্ছে। মানুষের দুঃখ, কষ্ট যাতে বৃদ্ধি পায় সেজন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। দ্রব্যমূল্যসহ নির্মাণ সামগ্রীর মূল্য যাতে বৃদ্ধি পায় সেজন্য তারা এসব ব্যবসায়ীদের সঙ্গে গোপনে শলাপরামর্শ করছে।
বাহাউদ্দিন নাছিম বলেন, যারা দেশবিরোধী অপশক্তি তারা দেশের সম্প্রীতি ও রাজনীতি ধ্বংস করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মোকাবিলা করতে সক্ষম।
তিনি আরো বলেন, সরকার বাজার মনিটরিংয়ে নিয়মিত কাজ করছে। সরকারের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ নেয়ায় বাজার ঘুরে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বাজার পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে। কোথাও কোনো অনিয়ম হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ এ নেতা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে দুর্ভিক্ষ, দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে ইত্যাদি বলে মানুষের মাঝে উদ্বেগ, হতাশা ছড়িয়ে দিচ্ছে। তারা আন্দোলনের নামে অপরাজনীতি করে ব্যর্থ হয়েছে। এ যাত্রায়ও ব্যর্থ হবে এবং আওয়ামী লীগের জয় হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু।
এছাড়াও সভায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, নির্বাহী পরিষদ সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু প্রমুখ।