শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হিমশিম খাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার

হিমশিম-খাচ্ছেন-মির্জা-ফখরুল-ইসলাম-আলমগীর

হিমশিম-খাচ্ছেন-মির্জা-ফখরুল-ইসলাম-আলমগীর

সভা-সমাবেশে কর্মী-সমর্থকদের কথা কাটাকাটি, হাতাহাতির ঘটনা দিন দিন বাড়ায় চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে বিএনপির। সভা-সমাবেশের এসব পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির হাইকমান্ডের নেতারা।

জানা গেছে, গত রোববার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে লোক দেখানো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের ডাকা সমাবেশে কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য শুরু করার পর মঞ্চের সামনে ছাত্রদলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হাতাহাতির এক পর্যায়ে মির্জা ফখরুল বিচলিত হয়ে পড়েন। এ সময় তিনি নিজেও মেজাজ হারান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র দায়িত্বশীল এক নেতা বলেন, আমাদের দলের রাজনীতিতে যে ফাটল ধরেছে তা সহজে দূর করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, খেয়াল করলে দেখবেন, সকল সভাতেই হাতাহাতি হচ্ছে। বিএনপির রাজনীতিতে আজকে অবিশ্বাস ভর করেছে। তৃণমূলের সঙ্গে কেন্দ্রের কোনো যোগাযোগ নেই। বিএনপি ধীরে ধীরে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে যা আমাদের জন্য লজ্জ্বার। তাই দলের দুর্বলতা ঢাকতে গিয়ে বারবার ভুলের জায়গাগুলো তুলে ধরছেন দলের নেতারাই। অপরদিকে ভুল ধরতে গিয়ে উল্টো নিজেদেরই ভুল বেরিয়ে আসছে। মূলত হতাশা থেকে দলকে ঐক্যবদ্ধ করার ব্যর্থ প্রয়াসের অংশ হিসেবে এমন সব কথা বলছেন নেতারা।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ অনুধাবন করে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ দল থেকে দূরে সরে যাচ্ছেন। বিভিন্ন নির্বাচন বর্জন করায় তৃণমূল রাজনীতিতেও প্রতিনিধিত্ব হারিয়েছে বিএনপি। সব মিলিয়ে হতাশা ও বিভক্তি সৃষ্টি হয়েছে দলের অভ্যন্তরে। কারণ রাজনীতি বাদ দিয়ে কূটনীতি ও সমালোচনা নীতিতে মশগুল বিএনপি নেতারা। এতে কোনো আলো দেখতে পারছে না তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। এসব বুঝতে পেরেই দলীয় বিশ্বাসের ভাঙন রোধে বার বার বক্তব্য দিয়ে বিএনপির বিভক্তি সামনে তুলে ধরছেন হাইকমান্ডের নেতারা।