ফুলবাড়িয়া আ.লীগের কমিটি বাতিল দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন
প্রকাশিত : ১২:০৫ এএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফুলবাড়িয়া-আলীগের-কমিটি-বাতিল-দাবিতে-ধানমন্ডিতে-মানববন্ধন
বুধবার বিকেলে মানববন্ধন আসা নেতাকর্মীদের দাবি, দলের দূর সময়ের ত্যাগী নেতাদের বাদ দিয়ে মনগড়া কমিটির করা হয়েছে। তাও এই কমিটির কোনো সম্মেলনে মাধ্যমে করা হয়নি। রাতের আধারে প্যাকেট কমিটি করে ফেসবুকে দেওয়া হয়েছে, এই কমিটি আমরা মানি না। এই কমিটি বাতিল করে নতুন করে সম্মেলনের মাধ্যমে কমিটি করা হোক।
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল করার দাবিতে নেতাকর্মীরা যখন মানববন্ধন করে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধানমন্ডি ৩/ এ পার্টি অফিসের ভিতরে অবস্থান করেছিলেন।
মানববন্ধন আসা আব্দুর নাজিম বলেন, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের কমিটির বাতিল দাবিতে আমরা মানববন্ধন করছি। আগের কোনো নেতাদের কমিটিতে রাখা হয়নি। এই কমিটি আমরা বাতিল চাই, এজন্য আমরা মানববন্ধনে এসেছি।
আরো পড়ুন>> তীব্র ঠাণ্ডায় ইউক্রেনে বহু রুশ সেনার মৃত্যুর আশঙ্কা
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মালিক সরদার বলেন, এই বিতর্কিত কমিটি ঘোষণা করার পর কেন্দ্রীয় নেতাদের আমরা অবহিত করেছি কিন্তু কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের একটাই দাবি, এই কমিটি বাদ দিয়ে নতুন করে কমিটি করা হোক এবং ফুলবাড়িয়ার মাটিতে সম্মেলন করে কমিটি ঘোষণা করা হোক। কমিটিতে যেই আসুক আমাদের কোন সমস্যা নেই।
এর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি এবং নতুন করে কমিটি করা হচ্ছে সেই বিষয়ে আমি কিছুই জানিনা, আমাকে কেউ জানায়নি।
আরো পড়ুন>> পাকিস্তানের প্রেসিডেন্টের গাড়িবহরের কাছে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬
স্থানীয় এমপি মুসলেমউদ্দীনের মেয়ে সালমা বলেন, এই প্রহসনের কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে, এ জন্যই ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী আজ ধানমন্ডিতে মানববন্ধন করেছেন। গত মাসে কমিটি করা হয়েছে কিন্তু কোনো সম্মেলন হয়নি। এমনকি গত ১৮ বছর ধরে যিনি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তাকেও বলা হয়নি। গত ১৯/২/২২ রাতের আধারে প্যাকেট কমিটি করে ফেসবুকে দেওয়া কমিটি নেতাকর্মীরা মানে না।
এখানে মানববন্ধন করায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমাদের অফিসের ভিতরে ডেকে নিয়ে কিছু কথা বলেছেন। তারপরে দপ্তর সম্পাদকের আশ্বাসে মানববন্ধন বন্ধ করি। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই কমিটি বাতিল করার দাবিতে চিঠি দিয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তো জানি মানববন্ধন হয়েছে কি না। মানববন্ধন বন্ধ করার জন্য আমি কাউকে কোনো কিছু বলিও নাই। আমার সঙ্গে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোনো কথা হয়নি।