স্যান্ড ব্যাংক আইল্যান্ড : যেন নীল মায়ের সবুজ ছেলে
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৬ মার্চ ২০২২ রোববার
স্যান্ড-ব্যাংক-আইল্যান্ডযেন-নীল-মায়ের-সবুজ-ছেলে
বলছি, মালদ্বীপের অন্যতম আকর্ষণ ‘স্যান্ড ব্যাংক আইল্যান্ড’ এর কথা। চারপাশে তাকিয়ে মনে হবে, এ যেন সেলুলয়েডের ফিতায় বন্দি কোনো ছবি। কিংবা ক্যালেন্ডারের পাতায় টাঙানো ছবি। অন্যভাবে বলা চলে, যেন নীল মায়ের এক সবুজ ছেলে।
ছোট্ট দ্বীপটি ঘিরে আকাশ নীল পানি। দ্বীপজুড়ে সাদা বালুকাময়। এ কারণেই এই দ্বীপের নাম ‘স্যান্ড ব্যাংক আইল্যান্ড’।
এখানকার সমুদ্রের পানির রঙ দুই রকমের। বেশিরভাগ পানি গাঢ় নীল। কিছু এলাকায় মানে দ্বীপের আশে পাশের পানি আকাশের মতো হালকা নীল! যেখানে পানির গভীরতা অনেক বেশি সেখানে পানি গাঢ় নীল, আর যেখানে পানি কম সেখানে পানি হালকা নীল।
স্যান্ড আইল্যান্ডে যেতে সমুদ্রের মাঝে ৫-৭ টি দ্বীপের দেখা মেলে। চোখ জুড়ানো অপরূপ সেই দৃশ্য। চারদিকে সারি সারি নারকেল গাছ। মহাসাগরের নীলাভ জলরাশি। জেটের চারপাশে নোঙর করা অসংখ্য ছোট-বড় স্পিডবোট, বোট ও জাহাজ।