জনবিচ্ছিন্নতার কারণে বিএনপি তাদের ভুল বুঝতে পারছে না: জাফরুল্লাহ
প্রকাশিত : ১১:০৫ এএম, ৬ মার্চ ২০২২ রোববার
জনবিচ্ছিন্নতার-কারণে-বিএনপি-তাদের-ভুল-বুঝতে-পারছে-না-জাফরুল্লাহ
তিনি বলেন, আমি থাকলে বিএনপি নেতারা অনুষ্ঠানে আসবে না, বা আমাকে বর্জন করবে- সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা যদি মনে করে আমি থাকলে অসুবিধা হতে পারে, তাহলে তারা এমন সিদ্ধান্ত নিতেই পারে। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।
জাফরুল্লাহ বলেন, জনবিচ্ছিন্নতার কারণে বিএনপি তাদের ভুল বুঝতে পারছে না। অনুধাবন করতে পারছে না, কে তাদের বন্ধু আর কে শত্রু।
আরো পড়ুন>>> নানা অজুহাতে নির্বাচন থেকে দূরে থাকছে বিএনপি
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিলো বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু সভায় বিশেষ অতিথি হিসাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত থাকায় সেই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হননি।
এছাড়াও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এরইমধ্যে বিএনপির প্রধান নেতৃত্ব নিয়ে সমালোচনা করায় বিএনপি থেকে জাফরুল্লাহ চৌধুরীকে বয়কট করায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব বিষয়ের পরিপ্রেক্ষিতেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
কয়েক মাস আগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি বারবার বলেছি, তারেক তুমি দুই বছর চুপচাপ বসে থাকো। পারলে বিলেতে (বিদেশ) লেখাপড়ায় যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়।’
তার ঐ বক্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যান সভায় উপস্থিত থাকা ছাত্রদলের কয়েকজন নেতা। ডা. জাফরুল্লাহকে থামিয়ে দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক কাওছার সালাম জিজ্ঞেস করেন, আপনি কি বিএনপির কে? আপনি বিএনপি নিয়ে উল্টাপাল্টা কথা বলেন কেন?